Pc master BD এর অ্যাড দেখে তাদের একটি ডিভাইস অর্ডার দিই। windows install করার পরে উইন্ডোজ অ্যাক্টিভেশনে কিছু সমস্যা হচ্ছিল, এর আগে ক্রাক উইন্ডোজ ব্যবহার করাই এই ধরনের সমস্যা দেখা দিয়েছিল, তাদেরকে অনেক জ্বালিয়েছি , তারা বিন্দুমাত্র বিরক্ত না হয়ে আমাকে পরিপূর্ণ সাপোর্ট দিয়েছে । এতটাও ভালো সাপোর্ট যে আমি পাবো এরকমটা আশা করিনি। তবে সবশেষে বলতেই হয় PC Master ডিভাইসটি সেরা। ধন্যবাদ তাদের সাপোর্ট টিমকে।